ভোটের প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠলো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220223_202910

গোলাম হাবিব, মালদা: ভোটের প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠলো ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপি প্রার্থীর পদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল।তবে ভোটারদের নয় দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এর।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার বলেন,”ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে”।

যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল। তার দাবি দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর