‘বিজেপি ভাঙেনি। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, সেই ছাল খুলে পড়ে গেছে’-দীলিপ ঘোষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

755773-dilip-ghosh

বিধানসভা ভোটের আগে ‘বেসুরো’ বেড়েছিল তৃণমূলে। ভোট মিটতেই সেই ‘রোগ’ এখন বিজেপিতে। তৃণমূল থেকে আসা একের পর এক নেতাকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিজেপি ভাঙেনি। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, সেই ছাল খুলে পড়ে গেছে’। আমরা অনেক লোককে নিয়েছিলাম এবং তাঁদেরকে সুযোগও দিয়েছিলাম, এখন তাঁরা কী করবেন, সে সিদ্ধান্ত নেওয়া তাঁদের উপরই নির্ভর করছে’।

দিলীপের মন্তব্যকে ‘বিলম্বিত বোধোদয়’ বলে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদত কুণাল ঘোষ বলেছেন, ‘এখন দীর্ঘশ্বাস ফেলে লাভ নেই। দল ভাঙানোর সময় খেয়াল করা উচিত ছিল। এটা যে হবে, সেটা আমরা আগেই জানতাম। মনে হয়, আর কিছু দিন পরে দিলীপ ঘোষেরও দমবন্ধ লাগবে, তখন তাঁর অক্সিজেনের প্রয়োজন হতে পারে’।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর