আসানসোল, এনবিটিভি: বুথ লুঠ ও ছাপ্পার অভিযোগ তুলে কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও আসানসোল বিজেপি নেতৃত্বেদের।
গতকাল ছিল আসানসোল পৌর নির্বাচন আর সেই নির্বাচনে তৃনমূলের বিরূদ্ধে বুথ লুঠ ও সন্ত্রাসের অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও করে বিজেপি নেতৃত্বরা। এই আন্দোলনে নেতৃত্বে দেয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাদের অভিযোগ তৃণমূল বুথ লুঠ ও সন্ত্রাস চালিয়ে আসানসোল পৌর নিগম দখল করেছে। তার প্রতিবাদ জানিয়ে তারা এই আন্দোলন করেছে।
এরপর আন্দোলন রোখার জন্য আসে বিশাল পুলিশ বাহিনী কিন্তু তবুও তারা অনড় থাকে এরপর পুলিশের সাথে কথা বার্তার পর তুলে নেয় আন্দোলন।