রাজ্যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ‘হোম সেন্টার’ হোক আবেদন ছাত্র ইউনিয়নের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মাদ্রাসা বোর্ডের সম্মুখে ছাত্র ইউনিয়ন।
মাদ্রাসা বোর্ডের সম্মুখে ছাত্র ইউনিয়ন।

এনবিটিভি ডেস্কঃ রাজ্য তথা দেশে করোনা মহামারীতে শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে। চলতি বছরের পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম (মাধ্যমিক) ও ফাজিল (উচ্চমাধ্যমিক) পরীক্ষা ‘হোম সেন্টার’ অর্থাৎ নিজ শিক্ষালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়নের দাবী, “রাজ্যে স্কুল বোর্ডের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টার’ এর ঘোষোণা করলেও মাদ্রাসা বোর্ড তা করেনি। একই রাজ্য দু’রকম শিক্ষা নীতি কিভাবে হয়। তাদের দাবী, অতিশীঘ্রই মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের ‘হোম সেন্টার’ এর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড।”

ছাত্র ইউনিয়নের আবেদন পত্র।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এক আবেদন পত্র জমাদেন রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের নিকট। ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর