পুলিসকে লক্ষ্য করে বোমাবাজি ভাটপাড়া এলাকায়

ভাটপাড়া পুরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের মধ্যেকার আটচালা বাগান এলাকায় বোমাবাজি। বোমার আঘাতে গুরুতর জখম দুই পুলিস কর্মী। জানা গিয়েছে, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, আটচালা বাগান এলাকায় বোমাবাজি হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এরপর পুলিসকে লক্ষ্য করে চলে বোমাবাজি। বোমার ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়া সরলে দেখা যায়, গুরুতর জখম হয়েছেন দুই পুলিস কর্মী।আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিস। ঘটনার সঙ্গে কারা জড়িত সেই তদন্ত শুরু করছে জগদ্দল থানার পুলিশ । সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ।

Latest articles

Related articles