মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক:এক ব্যক্তিকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগর থানার বাংলাদেশ সীমান্তবর্তী কাহারপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিবেক মন্ডল (৩৮)। এদিন বৃহস্পতিবার সকালে সে সীমান্তবর্তী চাষের জমিতে চাষ করতে যায়। পরবর্তীতে কৃষকরা জানায় ওই ব্যক্তির মৃত দেহ চাষের জমিতে পড়ে রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান,ওই ব্যক্তিকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে,এবং পরিবারের সদস্যরা জানান বিএসএফ দেরই কেউ একজন এই কাজ করেছে। মৃতের দিদির অভিযোগ ,সন্দেহবশত তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
বাড়ির সদস্যরা রাণীনগর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ।