পৌরসভার বালতি বিতরণ করলেন দক্ষিণ দিনাজপুরের চেয়ারপার্সন নিজে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

দক্ষিন দিনাজপুরঃ ফের আরো একবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের কর্মযজ্ঞের কথা বরাবরের মতন আবারো শহরবাসীরা জানলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের উদ্যোগে গঙ্গারামপুর পৌরসভার সহ শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত রাখতে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি বালতি বিতরণ করলেন প্রশান্ত মিএ তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার আরো অন্যান্যরা। বরাবরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের নানা উন্নয়ন মূলক ও সমাজসেবা মূলক শহরের বাসিন্দা ও পৌরবাসীদের সুবিধার্থে তাদের পাশে দাঁড়িয়ে থেকে শহরের উন্নয়নের ক্ষেত্রে তার নানান কাজের কথা সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বারবার। মমতা ব্যানার্জীর তৃণমূল আদর্শে অনুপ্রাণিত হয়ে বরাবরের মতন আরও একবার রাজনীতির ময়দানে যেমন তিনি পারদর্শী হাতে কাজ করেন তেমনি সেইভাবেই পাশাপাশি একজন পৌরসভার চেয়ারপার্সন হয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শহরকে জঞ্জাল আবর্জনা মুক্ত করতে শহরে উন্নয়নের ক্ষেত্রে ফের আরও একবার জেলাবাসী তথা গঙ্গারামপুর শহরবাসীর কাছে সমালোচিত হলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ জেলা বাসীরা। তিনি আগামী দিনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গঙ্গারামপুর পৌরসভা এলাকা সহ বাসিন্দাদের সুবিধার্থে শহরের মানুষকে পৌর সুবিধা দিতে তাদের পাশে অবিচন থাকবেন বলে জানান তিনি। বিগত বাম আমলে গঙ্গারামপুর পৌরসভা তথা গঙ্গারামপুর শহরের উন্নয়ন থমকে ছিল যা তৃণমূল সরকার আসার পর তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র হওয়ার পর গঙ্গারামপুর পৌরসভা জেলার মানচিত্রে এক অনন্য নজীর গড়েছে। আর যার ফলে এই শহরে ঢোকার মুখেই চৌপথি মোরে রয়েছে সুন্দর ফোয়ারা, গঙ্গারামপুর হাইরোড থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের ডিভাইডারের উপরে রয়েছে বাহারি আলোর রোশনাই ও গাছ,পাশাপাশি রয়েছে গঙ্গারামপুর পৌরসভা বাসস্ট্যান্ড, গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বানানো বিভিন্ন রকম অনুষ্ঠান ভবন, এর পাশাপাশি বৃদ্ধ সহ সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তার দুধারে বানানো ফুটপাত, শহরকে জঞ্জালমুক্ত করতেও নর্দমা নিকাশি নালার কথা চিন্তা করে বড় বড় হাইড্রেনের পাশাপাশি মানুষকে মনোরঞ্জন দিতে পর্যটনের কথা মাথায় রেখে গঙ্গারামপুর কালদিঘি পার্ককে সুন্দরভাবে তৈরি করে তোলার পেছনে যে মহান কান্ডারী প্রশান্ত মিত্রের এই অবদান গঙ্গারামপুর বাসিন্দারা উপভোগ করছেন তা বলাই বাহুল্য। সকলে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তেমনি তার এই মহৎ উদ্যোগকে বরাবরের মতন মন থেকে শ্রদ্ধা করছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর