এনভিটিভি,ওয়েব ডেস্ক: ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নাবালিকা। অথচ তাকে দেখার কেউ নেই। তার আশ্রয় নেওয়ার কোনও জায়গা নেই। এ রকম ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকাদের পাশে দাঁড়াবে কেন্দ্র। তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি দেখভালের ব্যবস্থাও করা হবে। এ জন্য একটি প্রকল্পও আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি সোমবার এই প্রকল্পের সূচনা করেছেন। নির্ভয়া ফান্ডের অধীনে এই প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছেন স্মৃতি ইরানি। এই প্রকল্পের জন্য ৭৪.১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
