মালদা,৯ জুলাই : আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এসেছেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের ডিরেক্টর রনভির সিং।শুক্রবার বিভিন্ন থানার ওসি আইসি এবং উচ্চ পদস্থ অফিসারদের তলব করেছেন তিনি। শুক্রবার সকাল দশটা নাগাদ বিভিন্ন থানার ওসি আইসি এবং উচ্চপদস্থ অফিসারদের ডাকা হয় মালদা নিউ সার্কিট হাউসে।
ইংরেজবাজার, মালদা, গাজোল, মোথাবাড়ি, হবিবপুর, বৈষ্ণবনগর এবং কালিয়াচক থানার আই সি, ও সি এবং ডিএসপি ও এডিশনাল এসপিকে ডাকা হয়েছে মালদা নিউ সার্কিট হাউসে।
বিভিন্ন থানা এলাকায় যে সব হিংসার ঘটনা ঘটেছে এবং যেসব অভিযোগকারীরা অভিযোগ জানিয়েও বিচার পাননি, তাঁরাও এসেছেন। তাদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।
Related articles