পানীয়জলের সমস্যায় ভুক্তভোগী হয়ে পথে নামলো গ্রামবাসী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210709-WA0007

মালদাঃ- পানীয়জলের সমস্যায় ভুক্তভোগী হয়ে পথে নামলো গ্রামবাসী , হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ দিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা, ওই এলাকায় র পানীয়জলে একটি মাত্র ভরসা সাবমাসবল, আর সেই সাবমাসবলে জল নেয়। যার জেরে ভুক্তভোগী এলাকাবাসী।গ্রামবাসীদের অভিযোগ লক ডাউনে ফলে কাজ কর্ম হারিয়ে প্রায় সকলেই সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। সে সময় কি করে সাবমাসবলের বিল দেবে তাই নিয়ে চিন্তিত গ্রামবাসী পঞ্চায়েতে বার বার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। জলের সমস্যা সমাধান না হওয়ায় শুক্রবার সকাল থেকে মালদা নালাগোলা রাজ্যে সড়কের আইহো বাস ষ্টান্ডে কাছে বক্সীনগর গ্রামের মহিলারা পানীয়জলের সমস্যা লেখা পোষ্টার ও বালতি হাতে পথ অবরোধ ও  বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ আইহো গ্রাম পঞ্চায়েতে বার বার জানিয়েও কোন সুরাহা কার হয়নি। পথ অবোধের খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ, পথ অবোধকারীদের সাথে কথা বলেন তাদের সমস্যা সমাধানের কথা বলেন এবং প্রশাসনকে সমস্যা কথা জানাবেন আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘন্টা পর মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে বক্সীনগর গ্রামের মহিলারা পথ থেকে সড়ে দাঁড়ায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর