ইউক্রেনের লুহানস্ক শহর বেশিরভাগ এখন রাশিয়ার দখলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

_123417520__123415144_ukrainenatguardreuters

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বেশিরভাগ এখন রাশিয়ার দখলে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। এ বিষয়টিতে এখন বিব্রতকর অবস্থায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি এ কথাও বলেছেন যে রাশিয়ার কাছে হারিয়ে যাওয়া অঞ্চলগুলোকে আবার ফিরিয়ে আনবেন তিনি। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক গভর্নর সেরহি হাইদাই বলেন, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ৭০ ভাগ এলাকা এখন রাশিয়ার দখলে চলে গেছে। এখন যে সামান্য অঞ্চলটি ইউক্রেনীয় সরকারের নিয়ন্ত্রণে আছে তাতে অব্যাহত গোলাবর্ষণ করা হচ্ছে। এ কারণে এখানকার অসংখ্য মানুষ হাতাহত হচ্ছে।লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক গভর্নর তার ফেসবুক অ্যাকাউন্টে আরো বলেছেন, এ অঞ্চল থেকে যেন সাধারণ লোকেরা নিরাপদে সরে যেতে পারে তার জন্য মানবিক করিডোর খুলে দেয়া হোক।এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের কারণে এখন একটি সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। এটা বলা সম্ভব নয় যে কবে আমরা রাশিয়ার দখল থেকে ইউক্রেনের ভূমি মুক্ত করতে পারব। কিন্তু, এক দিন আমরা আমাদের দখলকৃত ভূমি মুক্ত করব।তিনি আরো বলেন, আমরা আমাদের বিজয় ও লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

সূত্র : নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর