রেজিনগর: ঝুলন্ত অবস্থায় উদ্ধার উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম সৌরভ দেবনাথ(২৪)। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জেলার অন্তর্গত রেজিনগর থানার আন্দুলবেড়িয়া গ্রামে।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকেই সৌরভ দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মাঠের দিকে একটি আমবাগানে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় ওই যুবককে। স্থানীয়রা তাঁর পরিবার ও রেজিনগর থানার পুলিশকে খবর দিলে দেহটি উদ্ধার করে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত করছে পুলিশ। রেজিনগর থানার পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল হাসপতালের মর্গে পাঠিয়েছে।