সর্বনাশা ‘ জাতীয় শিক্ষা নীতি ২০২০’ প্রতিরোধে ঘুটিয়ারী শরীফে আয়োজিত হল শিক্ষা কনভেনশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210921_163027

ঘুটিয়ারী শরীফ: শিক্ষাই জাতির মেরুদন্ড। কিন্তু, সম্প্রতি ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ তে এক সর্বনাশা উদ্যোগ নেওয়া হয়েছে। তা হল শিক্ষা হবে কর্পোরেট মালিকানাধীন ও সম্পূর্ণ বাণিজ্যিক।

এই শিক্ষানীতির বিরুদ্ধে সেভ এডুকেশন কমিটি ধারাবাহিকভাবে দেশব্যাপী আন্দোলন করে আসছে। তারই অঙ্গ হিসাবে ১৯ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণা জেলার ঘুটিয়ারী শরীফ প্রগতি নাট্যমঞ্চে ওই কমিটির পক্ষ থেকে একটি শিক্ষা কনভেনশনের আয়োজন করা হল। প্রবল বৃষ্টির দিনেও বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি রাজ্য সম্পাদক তরুণ কান্তি নস্কর , বিশিষ্ট শিক্ষক শাহাজান গাজী, আজিজুল সরদার ও মোজাম্মেল আলী মোল্লা এবং সাংবাদিক হাসিবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ নস্কর। অল বেঙ্গল সেভ এডুকেশন শাখা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ন নস্কর, অলোক মিস্ত্রী ও পালান মন্ডল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর