দেবাঞ্জনের ডেরা থেকে বিভিন্ন সরকারি অফিস ও দফতরের ভুয়ো স্ট্যাম্প উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশে সূত্রে দাবি, যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের উল্টোদিকের দোকান থেকে ভুয়ো স্ট্যাম্প বানাতেন দেবাঞ্জন দেব। দোকানের দুই মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রায় এক বছর ধরে, দেবাঞ্জন এই দোকানে আসতেন বলে স্বীকার করে নিয়েছেন দোকানের এক কর্মী।
পাশাপাশি, আর কোনও স্ট্যাম্প তৈরির দোকানের সঙ্গে দেবাঞ্জনের যোগ ছিল কি না, খতিয়ে দেখছেন লালাবাজারের গোয়েন্দারা।