নকল আধার কার্ড তৈরীর অভিযোগে গ্রেপ্তার তিন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

aadhar-card-making-services-500x500

বর্তমানে মানুষ আধার কার্ড তৈরী অথবা সংশোধনের জন্য ছুটে বেড়াচ্ছে।আর এর ফায়দা তুলছে এক শ্রেনীর মানুষ।গতকাল সন্ধ্যায় সাগরদীঘি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সাগরদীঘির দস্তুর হাট এলাকায় নতুনপাড়ায় হানা দেয় পুলিশ।সেখান থেকে প্রচুর পরিমানে নকল আধার কার্ড উদ্ধার করে পুলিশ।এবং নকল আধার কার্ড তৈরীর যাবতীয় মেশিনপত্র যেমন আইরিষ,ফিঙ্গারপ্রিন্ট,ল্যাপটপ,প্রিন্টার সহ বিভিন্ন জিনিষ উদ্ধার করে পুলিশ।৪০০- ৫০০ টাকার বিনিময়ে এই চক্র নকল আধার কার্ড তৈরী করে সাধারন মানুষকে প্রতারনা করছিল।এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম অতুল চৌধুরী, বিজয় রায় এবং আমজাদ সেখ , তাদের প্রত্যেকের বাড়ী জিয়াগঞ্জ এলাকায়।আজ তাদের সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর