নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: অল্পের জন্য প্রাণে বাঁচলো গোটা পরিবার। নদীয়ার শান্তিপুর শহরের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলোক সরকার। আজ সকালে বাড়িতে বসে টিভি দেখছিলেন সেই সময়ই হটাৎ পিকচার টিউবের আগুন জ্বলে ওঠে।পাশে দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর অগ্নিনির্বাপন কেন্দ্রে।
কিন্তু স্থানীয়দের তৎপরতায় আয়ত্তে আনা যায় আগুন। দমকল কর্মীরা প্রাথমিকভাবে অনুমান করেন ঘরের উপযুক্ত জানালা দরজা না থাকায় এবং ইলেকট্রিক ওয়ারিং ঠিকমতো না থাকার কারনে এই দুর্ঘটনা ঘঠেছে।