জৈদুল সেখ, জীবন্তিঃ করোনা সংক্রমণ রুখতে জেলা জুড়ে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। কান্দির জীবন্তিতে প্রথম ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া শুরু হলো। বুধবার উদয় চাঁদপুর হাইস্কুল স্কুলের প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে করোনা টীকা দেওয়া হয়।
উদয় চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক সামসুজ্জোহা বিশ্বাস বলেন, “সরকারি নিয়মবিধি মেনে এই প্রথম শিক্ষার্থীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে, সোমবার ছাত্রদের দেওয়া হবে। “