সুরজিৎ দাস, এনবিটিভি ডেস্ক: অভিনব কায়দায় ভোটের প্রচার করে নজর কাঁড়লেন শান্তিপুর পৌরসভার তৃণমূল কর্মীরা।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত, পাশে রয়েছে নব বধু সাজে রুপশ্রী এবং লক্ষী সাজে লক্ষী ভান্ডার। সরকারি প্রকল্পগুলি আরো বেশি করে তুলে ধরে অভিনব কায়দায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর।
নদীয়ার শান্তিপুর পৌরসভার তৃণমূল প্রার্থীর নেতৃত্বে সরকারি প্রকল্প তুলে ধরতে জীবন্ত মডেল নিয়ে প্রচারে বেরোলেন তৃণমূল কর্মীরা। হাতে গোনা কয়েক দিন পরেই রাজ্যের পৌরসভা নির্বাচন। নদিয়ায় মোট দশটি পৌরসভায় নির্বাচন হবে। ইতিমধ্যেই শেষবেলায় প্রতিটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছেন। মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চাইছেন।
এদিন শান্তিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সরকারি প্রকল্পগুলি কে সামনে রেখে জীবন্ত মডেল নিয়ে প্রচার করলেন তৃণমূল কর্মীরা। প্রচারে জীবন্ত মডেল হিসাবে উপস্থিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তার প্রকল্প লক্ষীর ভান্ডার এবং রুপশ্রী। এই অভিনব প্রচারে মানুষের এবং তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওই ওয়ার্ডের প্রার্থী সুব্রত ঘোষ বলেন, “সরকারি যে প্রকল্প গুলি রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য”।