পূজা মন্ডপে দেবী দূর্গার আদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-09-10 at 3.33.52 PM

এনবিটিভি ডেস্ক,কলকাতা : করোনা কালে পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য ছিলো সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে। দুর্গাদেবীর আদলে দুর্গা পূজা মন্ডপে রাখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। দশহাত বিশিষ্ট দুর্গাদেবীর নেয়। বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির পক্ষথেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো প্রকার অস্ত্র থাকবেনা দূর্গার দেবীর মতো। তার হাতে থাকবে সরকারের সফল প্রকল্প গুলোর প্রতিচ্ছবি ।যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী সহ আরও অনন্যা প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিকে পূজা করা হবেনা দুর্গা দেবীর মতো বরং পূজা মন্ডপে তার মূর্তি কে রাখা হবে। কেউবা মমতা বন্দ্যোপাধ্যায় কে দিদির সাথে তুলনা করে এমনকি ছোটো থেকে বড়ো সকলেরই কাছে “মমতা দিদি” নামে পরিচিত। আবার অনেকেই দেবী তুল্য মনে করে।

 

যদিও বিজেপি আইটি সেলের রক্ষক অমিত মালভিয়া বলেন “ দেবীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা মানে বাংলার হিন্দু ধর্মের মানুষের অনুভূতিকে আঘাত হানার নামান্তর।“
এই অভিনব উদ্যোগ প্রথম বার নেওয়া হয়েছে বাংলাতে তিনটি পূজা কমিটির সম্নয়ে কলকাতাতে। শিল্পী মিন্টু পাল এই গুরুভার নিজের কাঁধে তুলে নেন।

 

“বাংলার প্রত্যেক ব্যক্তির নিকট মমতা বন্দ্যোপাধ্যায় দেবী তুল্য, তাঁর অবদান যা আমরা দেখেছি পৃথিবীতে কোনো সরকারকে দেখিনি”– পার্থ সরকার, সহ-সভাপতি নজরুল পার্ক উন্নয়ন সমিতি।
“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবয়বটি তৈরী হবে ফাইবার দিয়ে, যার জন্য প্রায় ১লক্ষ্য ২০ হাজার টাকা খরচা হবে। পূজা শেষে একটা নির্দিষ্ট স্থানে রাখা হবে এই অমূল্যমূর্তি “- দীপান্বিতা বাগচি (ডাইরেক্টর,Crowdnxt মিডিয়া আর্ট)

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর