মণিপুর ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতে পারে ইন্ডিয়া জোট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

download (4)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতে পারে ইন্ডিয়া জোট। সুত্রের খবর, মঙ্গলবার সকালে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে ‘ইন্ডিয়া’ জোটের ‘স্ট্র্যাটেজি’ বৈঠকে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে বিরোধী জোটের নেতারা এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

এদিকে বিরোধীদের পালটা ঘুটি সাজাচ্ছে সরকারপক্ষও। শোনা যাচ্ছে, অমিত শাহের বিবৃতিতে বিরোধীপক্ষ বিক্ষোভ না থামালে তাঁদের বিক্ষোভকে গুরুত্ব দেওয়া হবে না। বিক্ষোভ উপেক্ষা করেই চলবে সংসদের কাজ। কারণ এই অধিবেশনে অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চায় কেন্দ্র।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর