সুরজিৎ দাশ, নদীয়া:-গতকাল রাজ্যের ১০৮ টি পৌরসভায় ছিল পৌর নির্বাচন। তারইসঙ্গে নদীয়ার ১০টি পৌরসভাতেও সম্পন্ন হয় নির্বাচন। একাধিক জায়গায় বুথ দখলসহ ভোট লুট করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বনধ ডাকে বিজেপি সমর্থকরা। এবার পুনঃ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখালো রানাঘাট বাম সংগঠন।
বামেদের অভিযোগ,পুরনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী রানাঘাটের 5 টি ওয়ার্ডের দশটি বুথে রিগিং করেছে। এই অভিযোগ তুলে এবং ওই বুথগুলিতে পুনঃ নির্বাচনের দাবিতে আজ রানাঘাট মহকুমা শাসকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামফ্রন্ট। বামেদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এদিন অভিযোগ করা হয়,”পুলিশের সঙ্গে যোগসূত্রেই গণতন্ত্র লুঠ করেছে রাজ্যের শাসক দল।কারণ পুলিশকে এবং রাজ্য নির্বাচন কমিশনকে বারবার জানানোর পরেও তারা ভোট লুঠের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি”। রানাঘাটে এর আগে এইরকম ঘটনা ঘটেনি বলে দাবি করেন বাম নেতৃত্ব।
গোটা রাজ্য তথা রানাঘাটে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এদিন রানাঘাটের মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন বামপন্থী সদস্য সমর্থকরা।