হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় মায়ের কোলে ফিরল নিখোঁজ শিশু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210802_182343

মালদা: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয় পাঁচ বছরের এক শিশু। কান্নায় ভেঙে মা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় ইংরেজবাজার থানার পুলিশ ওই শিশুকে তার মা’র কোলে তুলে দেয়।

সোমবার সকালে এই ঘটনায় একপ্রস্থ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।

মালদার মানিকচক থানার এনায়েতপুরের বাসিন্দা মিলি খাতুন। সোমবার সকালে তিনি তাঁর দুই পুত্র সন্তানকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আসেন চিকিৎসা করাতে। মিলি খাতুন জানান, চিকিৎসক দেখবেন বলে আউটডোরের লাইনে দাঁড়িয়ে ছিলেন। লাইনে ভিড় থাকায় পাঁচ বছরের শিশুর হাতে মোবাইল ফোন দিয়ে রেখেছিলেন তিনি।

এরই দেখেন তার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি জানাজানি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুকে উদ্ধার করে কয়েক ঘন্টার মধ্যেই ইংরেজবাজার থানা পুলিশের মাধ্যমে তার কাছে তুলে দেয়। এর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর