আব্বাসকে জোটে নেওয়ায় কংগ্রেসের অন্দরে গোলমাল, মন্তব্য সৌগতর

এনবিটিভি: জোটে জট কাটাতে আজ ত্রিপাক্ষিক বৈঠক আলিমুদ্দিনে! জোটের জট এখনো কাটেনি । বামেদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর আসন সংযত হলে ও কংগ্রেসের সঙ্গে এখনো টানাপোড়েন চলছে। ব্রিগেডে আব্বাসের বক্তব্যে আর ও জটিলতা বাড়লো জোটে !

আজকের জোটের বৈঠকে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী ও আবদুল মান্নান,প্রদীপ ভট্টাচার্য, অন্যদিকে মোহাম্মদ সেলিম,বিমান বসু,সূর্যকান্ত মিশ্ররা, আই এস এফ এর পক্ষ থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী।

অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) জোটে নেওয়ায় বাম-কংগ্রেসে সমস্যা বাড়বে, বিশেষ করে কংগ্রেসের অন্দরে গোলমাল।

Latest articles

Related articles