কান্দি মহুকুমা হাসপাতালে বাড়ল বেডের সংখ্যা, জানালেন বিধায়ক অপূর্ব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211002_154509

জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা ভবনে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার সাংবাদিক বৈঠক করে জানালেন কান্দি মহকুমা হাসপাতালে HDU এবং CCU বেড সংখ্যা বাড়ানো হলো। কান্দি মহকুমা হাসপাতালে HDU এবং CCU বেড সংখ্যা বাড়ার ফলে উপকৃত হবে হাসপাতালে চিকিৎসা করাতে আশা রোগী থেকে শুরু করে রোগীর পরিজন।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান কান্দি মহকুমা হাসপাতালে 6 শয্যা বিশিষ্ট HDU ছিল, যা বেরে 18 শয্যা বিশিষ্ট HDU করা হলো এবং 6 শয্যা বিশিষ্ট CCU করা হলো। শনিবার দুপুরে কান্দি পৌরসভা ভবনে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার।

কান্দি মহকুমা হাসপাতালের রোগীদের পরিষেবা দেয়ার উদ্দেশ্যে সার্বিক উন্নয়নে করছে রাজ্য সরকার কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে আরো চিন্তাভাবনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর