মালদাঃ-দুয়ারে সরকারে গতকাল মানুষের ভিড় দেখেছে একাধিক ব্লক। ভিড়ের চাপে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে কয়েকটি ক্যাম্প। আজ সেই ছবিই আবার দেখা গেল মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে। আজ এখানে আয়োজিত হয় চাঁচল গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকেই হাজারো মানুষের ভিড়ে উড়ে যায় করোনাবিধি। প্রবল গরমে গাদাগাদি হয়ে থাকতে থাকতে অসুস্থ বোধ করেন অনেকে। তাঁদের সুস্থ করতে সরিয়ে নিয়ে যেতে হয়। অভিযোগ উঠেছে, দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হলেও এখানে পানীয় জলের কোনও ব্যবস্থা করেনি প্রশাসন।খোলা মাঠে মাথার উপর আচ্ছাদনেরও ব্যবস্থা করা হয়নি।এমনকি ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ভূমিকাও লক্ষ্য করা যায়নি।যদিও ভিড় নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে পুলিশ ও সিভিককর্মীদের স্কুলের মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
Popular Categories