ভেঙে ফেলা হল দেবাঞ্জন নামাঙ্কিত ফলক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

E4uxC0-VIAcCUR4

মধ্য কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের এক মূর্তির ফলকে পাওয়া গিয়েছিল ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রতারক দেবাঞ্জন দেবের নাম। এবার সেই ফলক ভেঙে ফেলা হল। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে ছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন নেতা মন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের যুগ্মসচিব পরিচয়ে দেবাঞ্জন দেবের নাম। রবীন্দ্রনাথের ওই মূর্তির ফলকে দেবাঞ্জনের নামের পাশাপাশি জনপ্রতিনিধিদের নামটা নজরে আসতেই নড়েচড়ে করে বসে কলকাতা কর্পোরেশন।

স্থানীয় পুরসভার কো-অর্ডিনেটর ইন্দ্রানী সাহা ব্যানার্জি-র তত্ত্বাবধানে আর পুলিশের উপস্থিতিতে ফলক ভেঙে দেওয়া হয়।

স্থানীয় কো-অর্ডিনেটরের অভিযোগ তাঁকে অন্ধকারে রেখে এই মুহূর্তে আর ফলক বসানো হয়েছিল। কলকাতা কর্পোরেশন এই কাজে কোনোভাবেই যুক্ত নয়।তবে মূর্তি উন্মোচনের দিনে উপস্থিত ছিলেন শাসকদলের বিধায়ক স্বর্ণ কমল সাহা,এমপি নাজিমুল হক সহ তৃণমূল নেতারা। সকলের নজর এড়িয়ে কিভাবে মূর্তি স্থাপনের যুক্ত হল ভুয়ো আইএসের নাম তা নিয়েই শাসকদলের দিকে আঙুল তুলছে বিরোধী দলগুলি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর