Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1686488985-f2390cedb278c3f3e48f88af8b30b1d1

এনভিটিভি, ওয়েবডেস্ক: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ গণনা করেছেন জ্যোতির্বিদরা। তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফার দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে বুধবার ২৮ জুন।   বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়। এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থার ওপর নির্ভর করে। এসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরোক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশির ভাগ মুসলিম সংখ্যালঘু দেশ। তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফার দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহা হতে যাচ্ছে ২৮ জুন। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে। 

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর