Old Malda: সমস্যার কথা আর পুরসভায় নয়, পুরকর্মীরা এলাকায় এসে জেনে নেবেন সমস্যার কথা

মালদা: এলাকার কোনও সমস্যা হলে এবার পুরসভায় গিয়ে জানাতে হবে না। পুরকর্মীরা এবার থেকে এলাকায় এলাকায় মাইক নিয়ে ঘুরে বেড়াবেন। তাঁদের কাছে সমস্যার কথা বললেই নাম নথিভূক্ত হয়ে যাবে। সেই মতো কাজও দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী।

তিনি শনিবার বিকেলে জানান, ‘‌আমাদের পুরকর্মীরা মাইক নিয়ে এলাকায় এলাকায় যাবেন। এলাকার মানুষেরা নিজেদের সুচিন্তিত মতামত সেখানে ব্যক্ত করবেন। এমনকী সমস্যার কথাও জানাবেন। কোথাও লাইট না জ্বললে, কোথাও পানীয় জলের সমস্যা হলে‌-‌সব জানাবেন। আমরা সেই মতো দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।’‌

Latest articles

Related articles