ভারতে বিলকিস বানুকে ধর্ষণে সাজা থেকে মুক্তিপ্রাপ্ত ১১ অপরাধীকে আগামী রোববারের মধ্যে কারাগারে যেতে হবে বলে জানিয়েছে সুপ্রীম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত বলেন, আত্মসমর্পণ করার মেয়াদ বৃদ্ধির জন্য তেমন কোনো জোরালো ও যুক্তিগ্রাহ্য কারণ দেখানো হয়নি। সবাইকে রোববারের মধ্যেই কারাগারে ফিরে যেতে হবে।
২০২২ সালের ১৪ আগস্ট গুজরাট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। বিলকিস বানুও মামলা করে জানিয়েছিলেন, মুক্তির খবর তাঁকে পর্যন্ত দেওয়া হয়নি।
সুপ্রীম কোর্ট জানায়, মুক্তিদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই গুজরাট সরকারের নেই। কারণ, মামলার বিচার হয়েছিল মহারাষ্ট্রে। মহারাষ্ট্র সরকারই সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত। অপরাধীদের আত্মসমর্পণের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। ২১ জানুয়ারি, রোববার সেই সময়সীমা শেষ হবে। সেই দিনের মধ্যেই অপরাধীদের জেলে যেতে হবে।
২০০২ সালে গোধরা দাঙ্গার সময় ২১ বছর বয়সী বিসকিস বানু ওই ১১ জনের ধর্ষণের শিকার হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।