রাজ্যব্যাপী পেট্রল পাম্প ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি আসানসোলে

উজ্জ্বল দাস,আসানসোল: রাজ্যব্যাপী পেট্রল পাম্প ধর্মঘটের কোনো প্রভাব পড়লো না আসানসোলে।আসানসোলের আশ্রম মোড়ের পেট্রল পাম্প -সহ সমস্ত পাম্প খোলা ছিলো। অনান্য দিনের তুলনায় মঙ্গলবারও স্বাভাবিক ভাবেই পেট্রল পাম্পে চেনা ছবি দেখা গেল।

জানা গিয়েছে,  কমিশন বৃদ্ধি -সহ একাধিক দাবিতে মঙ্গলবার একদিনের পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রল পাম্প সংগঠন।এদিন রাজ্যের অনান্য জেলায় ধর্মঘটের প্রভাব দেখা গেলেও আসানসোলে পেট্রল পাম্প ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। এদিন আসানসোলের সমস্ত পেট্রল পাম্প খোলা ছিলো। তবে আসানসোলে কেন ধর্মঘটের প্রভাব পড়নি,  সেই প্রসঙ্গে পেট্রল পাম্প মালিকেরা বলেন,  যে দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে তা মনোপ্রতো নয়, তাই এদিন ধর্মঘটে সামিল হয়নি।

Latest articles

Related articles