কালিয়াচকঃ মালদা জেলায় এই প্রথম থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করল ‘হেল্প ফর ইউ’ ফাউন্ডেশন। এদিন কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরদি সহ ‘হেল্প ফর ইউ’ ফাউন্ডেশনের সম্পাদক সামিউল হক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সচেতনতা শিবিরের সূচনা করেন।
সচেতনমূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে, ওই এলাকার মৌলবি, পুরোহিত, আশাকর্মী, অঙ্গনারীকর্মীদের ডাকা হয় এই শিবিরে।
থালাসেমিয়া সচেতনতা শিবিরে কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান, থ্যালাসেমিয়া কি জিনিস, কি করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং কি করলে মানুষ এই রোগে আক্রান্ত হবেনা । কার রোগ হয়েছে, কি করে বোঝা যাবে তাও বাতলে দেন তিনি। ওই এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদেরও ডাকা হয় এই অনুষ্ঠানে।