পানাগড়ের একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান:একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন মা ত্রয়ম্বক দুর্গা মন্দিরে।

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, অন্যান্য দিনের মতো তিনি বুধবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের সমস্ত তালা ভাঙ্গা।এরপরই তিনি মন্দিরের কমিটির সদস্যদের খবর দেন। মন্দিরের পুরোহিত আজ সকালে মন্দিরে প্রবেশ করে দেখেন মন্দিরের প্রণামী বাক্স মন্দিরে নেই।এছাড়াও দেবীর গায়ের থেকে সোনার গয়না চুরি গেছে।এরপর খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ মন্দির লাগোয়া সমস্ত এলাকা খোঁজাখুঁজি করতেই মন্দিরের পিছন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় প্রণামী বাক্স ।প্রায় এক বছর ধরে জমানো মন্দিরের প্রণামী বাক্স থেকে সমস্ত টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। গত ১মাস আগেই এই মন্দিরের বাৎসরিক পুজো হয় । যার জন্য মন্দিরের প্রনামির বাক্সে প্রচুর টাকা ছিলো বলে অনুমান করা হোচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর