সম্প্রীতির বার্তা দিতে স্বেচ্ছায় রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210107-WA0019

এনবিটিভি ডেস্ক, মালদা,৭ জানুয়ারি : স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিল কালিয়াচক ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।

তাদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের আকন্দ বেরিয়া এলাকায় একটি মাদ্রাসায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শতাধিক মানুষ এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম, ব্লক সভাপতি সাজিকুল আলম,কালিয়াচক-২ পঞ্চায়েত সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল মজিদ সহ অন্যান্য অতিথিরা।
এই বিষয়ে মালদা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম
বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্প্রীতির বার্তা দিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়’। বিজেপির রাজ্য সভাপতি এবং হায়দ্রাবাদের একটি দল নিয়েও কটাক্ষ করেন তিনি। ‘কোনো দুর্ঘটনা ঘটলে মুসলিমের রক্ত হিন্দুদের প্রয়োজন হবে। আবার হিন্দুদের রক্ত মুসলিমদের প্রয়োজন হবে। রক্তে কোনো জাত লেখা থাকে না’।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর