গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে ভোট মঙ্গলবার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

জাতিসংঘ

ইসরায়েল-হামাস যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে আগামী মঙ্গলবার।

জাতিসংঘের সদস্য রাষ্ট্র আলজেরিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইতিমধ্যে এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

আলজেরিয়ার তৈরি খসড়া প্রস্তাব নিয়ে শজাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, এ ধরনের প্রস্তাব যুদ্ধবিরতি নিয়ে চলমান ‘সংবেদনশীল দরকষাকষি’ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাব সমর্থন করে না। এটা নিয়ে ভোটের আয়োজন করা হলে তা গ্রহণ করা হবে না। এটিতে ভেটো দেবে যুক্তরাষ্ট্র।

এর আগেও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে দুইবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

১৫ সদস্যদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পাস করার জন্য অন্তত ৯ সদস্যের ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়া যদি ‘না’ ভোট দেয় তাহলে প্রস্তাব পাস হবে না। স্থায়ী সদস্যদের না ভোটকে ভেটো বলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর