মালদায় মদের ঠেক ভাঙল মহিলাবাহিনী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210803-WA0006

মদের ঠেকে ভাঙচুর চালালো গ্রামের মহিলাবাহিনী। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মদের ঠেক। মালদার কালিয়াচকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকার ঘটনা।


গ্রামের মহিলাদের দাবি বেশ কিছুদিন ধরেই এখানে মদের ঠেক চলছে। বহিরাগতরা জমায়েত করছে। গ্রামের মহিলাদের ঘর থেকে বেরোনো মুস্কিল হয়ে গিয়েছে। মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করা হচ্ছে। গ্রামের পরিবেশ খারাপ হচ্ছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোন কাজ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন,বলেই জানিয়েছেন গ্রামের মহিলারা। মহিলাদের দাবিকে সমর্থন করেছেন গ্রামবাসীরাও।
গ্রামের প্রায় কয়েকশো মহিলা লাঠি রড হাতুড়ি নিয়ে ওই মদের ঠেকে চড়াও হন এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা মদের ঠেকটিকে। মহিলা বাহিনীর দাপট দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ বিক্রেতারা।

জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরামতি মন্ডল বলেন, “আমাদের এখানে মদের ঠেক বসানো নিয়ে আপত্তি ছিল। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি। গ্রামের মহিলারা সঠিক কাজ করেছেন”।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর