বিশ্বের সবচেয়ে বড় ৩১০ কেজির নীলকান্তমণি

 

হিরের চেয়ে দামী রত্ন নীলকান্ত মণি। আর একটি মণির ওজন যদি হয় ৩১০ কেজি! না না, কোনো রূপকথার কাহিনি নয়। বরং শ্রীলঙ্কার মাটির নিচে সত্যি সত্যিই সন্ধান পাওয়া গিয়েছে এমন একটি মণির। পৃথিবীর বৃহত্তম নীলকান্ত মণি তো বটেই, এটিই এখনও অবধি সন্ধান পাওয়া পৃথিবীর বৃহত্তম রত্ন। গত রবিবার সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে শ্রীলঙ্কার জাতীয় রত্ন ও অলঙ্কার কর্তৃপক্ষের হাতে রত্নটি তুলে দিলেন রতনপুরা শহরের মানুষরা।

এটি প্রথমবারের জন্য সামনে আনা হল গত রবিবার। অবশ্য এটি পাওয়া যায় বিশেষভাবে চৌকো করে কাটা একটি রত্নখনি থেকে ৩ মাস আগেই। বিশ্বের সবচেয়ে বড় এই নীলকান্তমণির ওজন ৩১০ কেজি! এর নাম রাখা হয়েছে কুইন অফ এশিয়া।

শ্রীলঙ্কার রত্ন শহর বলে পরিচিত রত্নপুরা-র একটি জেম পিট থেকে এটি পাওয়া যায়। যা এখন শ্রীলঙ্কার কাছে একটা বড় পাওয়া বলে মনে করা হচ্ছে।

Latest articles

Related articles