যোগীরাজ্যে কোরোনা থেকে গরু বাঁচাতে থার্মাল স্কিনিং,অক্সিমিটার,বসছে হেল্প ডেস্ক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

file_adityanath

করোনা থেকে গরুদের বাঁচাতে যোগীরাজ্যে একাধিক গোশালাতে থার্মাল স্ক্রিনিং, অক্সিমিটারের ব্যবস্থা করা হচ্ছে। গোরুদের সংক্রমণ মুক্ত রাখতে হেল্প ডেস্ক তৈরির নির্দেশও দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

অক্সিজেনের অভাবে একাধিক করোনা রোগীর মৃত্যু হচ্ছে, সেখানে গোরুদের সুরক্ষায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রশ্ন।

এই বিষয়ে অতিরিক্ত মুখ্য সচিব নবনীত সেহগাল জানান, গোরুদের থার্মাল স্ক্রিনিং ও অক্সিমিটার ব্যবহারের কোনও নির্দেশ দেওয়়া হয়নি। গোশালাগুলিতে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে যাতে কর্মীরা করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। বর্তমানে, ৫ হাজার ২৬৮টি গোরুদের সুরক্ষা সেন্টার তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর