
গভীর রাতে মন্দিরে তালা ভেঙে সোনা এবং রুপার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা কালী মন্দিরের। এর আগেও ওই মন্দিরে দুইবার চুরি হয়েছে। জানা যায়, শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকায় একটি বারোয়ারী কালী মন্দির রয়েছে। ভক্তদের উপহার দেওয়া প্রচুর সোনার গহনা এবং রুপার গহনা মজুদ ছিল ওই মন্দিরে। গতকাল পুজো দেওয়ার পর মন্দিরে তালা দিয়ে চলে যায় পুরোহিত। সকালে স্থানীয় বাসিন্দারা রেখে বাইরে থেকে তালা ভাঙা অবস্থায় রয়েছে মন্দির। এরপরে ভিতরে গিয়ে দেখে কালী মূর্তির গায়ের কোন গহনা নেই। খবর জানাজানি হতেই স্থানীয়রা মন্দিরের সামনে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। ওই মন্দির কমিটির সম্পাদক প্রবীর বসাক বলেন, প্রায় কুড়ি থেকে 22 গ্রাম সোনার গহনা ছিল এবং 700 থেকে 800 গ্রাম রুপার গহনা ছিল। দুষ্কৃতীরা সবকিছু নিয়েই পালিয়েছে। এর আগেও দুইবার চুরি হয়েছে ওই মন্দিরে সেই কারণে নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এখনো এই ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।