এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

image-17


এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেফতারের দাবি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখান নদিয়া জেলা শিক্ষক-শিক্ষিকা সমিতি সংগঠন। মঙ্গলবার নদীয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। যেভাবে এসএসসি দুর্নীতি সামনে এসেছে তদন্তে নেমে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী সহ একাধিক ব্যক্তিদের। মূলত তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছে তারা।

এ বিষয়ে নদীয়া জেলা শিক্ষক-শিক্ষিকা সমিতি সংগঠনের সম্পাদক প্রমোদ রঞ্জন দাস বলেন, এসএসসি তে যে সমস্ত মন্ত্রীদের নাম জড়িয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে যে অনলাইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটিও বাতিল করতে হবে। শুধু তাই নয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে পাশাপাশি মাদ্রাসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। সে বিষয়েও শিক্ষা অধিদপ্তর কে নজর দিতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেয় তারা। তাদের দাবি শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে অবিলম্বে সঠিক পদ্ধতি গ্রহণ করা না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামবেন তারা বলে জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর