এবার তৃণমূল কংগ্রেসের ইশতেহারে যা আছে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_3

লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইশতেহার ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

বিজেপিকে পরাজিত করতে পারলে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাতিল করা হবে বলে জানিয়েছে দলটি।

তৃণমূল ইশতেহারে জানিয়েছে, দারিদ্র্যসীমার নীচে থাকা পরিবারগুলোকে প্রতি বছর বিনামূল্যের ১০ সিলিন্ডার এলপিজি (রান্নার গ্যাস) এবং প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি রেশন (চাল, গম এবং শস্য) দেওয়া হবে। কৃষকদের উন্নয়ন ও সহযোগীতায় মিনিমাম সাপোর্ট প্রাইজ (এমএসপি) বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল বলেছে, তারা এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে এই দাম নির্ধারণ করবে এবং উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি মূল্য নির্ধারণ করবে।

পেট্রোল এবং ডিজেলের দাম সাশ্রয়ী স্তরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তৃণমূল। পাশাপাশি সকল স্তরের জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজের প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশব্যাপী কর্মীদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ রুপি।

শিক্ষার্থী, প্রান্তিক ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য উচ্চ শিক্ষার বৃত্তি তিনগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমুল। ইশতেহার অনুসারে, বয়স্ক (৬০ বছরের বেশি) নাগরিকরা মাসিক পেনসন ১ হাজার রুপি করে পাবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর