এবার ‘দুয়ারে শিক্ষক’, ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211202_203305

এনবিটিভি ডেস্কঃ ‘দুয়ারে শিক্ষক’, ছাত্র ফেরাও কর্মসূচি শিক্ষকদের। করোনা আবহের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা, যার কারণে স্কুল, মাদ্রাসার পঠন পাঠন বন্ধ হয়ে যায়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্কুল- মাদ্রাসা-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেইমতো করোনার বিধিনিষেধ মেনে শুরু হয়েছে মাদ্রাসার পঠন পাঠন, কিন্তু মাদ্রাসা খুললে কী হবে, করোনা সংক্রমনের ভয়ে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। ছাত্র-ছাত্রীদের ভয়মুক্ত করতে এবার ‘দুয়ারে শিক্ষক’ ছাত্র ফেরাও’ কর্মসূচি পালন করল সাতুলিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার শিক্ষকরা।

বুধবার সাতুলিয়া এলাকার বিভিন্ন জায়গায় ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত  যে সকল ছাত্র- ছাত্রীরা রয়েছে, তাদের বাড়ি বাড়ি গেলেন শিক্ষক শিক্ষিকারা।

শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসার পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে সময় মত মাদ্রাসার যাওয়ার জন্য আবেদন জানান। যে সব ছাত্র-ছাত্রীরা করোনার সংক্রমণের জন্য স্কুল মাদ্রাসার যেতে ভয় পাচ্ছে, তাদের আশ্বাস দেন, করোনার বিধিনিষেধ মেনে মাদ্রাসার ক্লাস করানো হচ্ছে।  এছাড়াও মাদ্রাসার প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ করা হয়েছে, বলে জানান।

প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য পর্যাপ্ত স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা আছে। সেখানে সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা নেই। ছাত্র-ছাত্রীরা প্রত্যেকেই বুঝেছে তারা আগামী দিন থেকে আগের মতই নিয়ম করে মাদ্রাসার গিয়ে তাদের পঠন-পাঠন শুরু করবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর