এবার মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় সমীক্ষা চালানোর অনুমতি

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল সুপ্রীম কোর্ট।

এর আগে সোমবার মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হলে শীর্ষ আদালত সেটি খারিজ করে দেন।

বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সমীক্ষা চালালেও
কোনও অবস্থাতেই বিতর্কিত কাঠামোর ‘চরিত্র’ বদলের চেষ্টা করা যাবে না। কেন্দ্রীয় সরকার, মধ্যপ্রদেশ সরকার এবং সে রাজ্যের ধার জেলা প্রশাসনকে এই নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে হিন্দু সম্প্রদায়ের তরফ থেকে বারাণসীর জ্ঞানবাপীর মতো ভোজশালাতেও এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র আবেদন জানানো হয়। গত ১১ মার্চ মধ্যপ্রদেশ হাই কোর্ট সেই আবেদন গ্রহণ করে সমীক্ষা শুরুর অনুমতি দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে যায় মুসলমান সম্প্রদায়।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধার শহরে এএসআই-এর তত্ত্বাবধানে প্রায় হাজার বছরের পুরনো ওই কামাল মওলানার দরগা এবং মসজিদ রয়েছে ।

সৌধটি রাজা ভোজের তৈরি প্রাচীন সরস্বতী মন্দির বলে দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা। ২০০৩ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো করতে দেওয়া হয় ভোজশালায়। মুসলিমদের শুক্রবারে নমাজ পড়তে দেওয়া হয়।

এবার হিন্দু সম্প্রদায়ের দাবি সেখানে নামাজ পড়ার অনুমতি বাতিল করা হোক।

Latest articles

Related articles