এবার ইউক্রেন ছাড়ছে কানাডা-নিউজিল্যান্ডের নাগরিকরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

7ba7607413536af39bf5409c40828cd5

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডা ও নিউজিল্যান্ডের নাগরিকদেরও দ্রুত ইউক্রেন ছাড়ার নিদের্শ দেয়া হয়েছে। গতকাল শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় এ নির্দেশনা জারি করেন।মেলানি জয় বলেছেন, যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তাই ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিকের উচিৎ দ্রুত ইউক্রেন ত্যাগ করা বা দেশে ফিরে আসা।এক বিবৃতিতে মেলানি জয় বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউক্রেনে অপেক্ষা করছেন।অন্যদিকে নিউজিল্যান্ড নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা চরমে ওঠায় নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানায়। খবর রয়টার্সের।এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধি নেই। তাই ইউক্রেনে নিউজিল্যান্ডবাসীদের দূতাবাসের সহায়তা প্রদানে সরকারের ক্ষমতা খুবই সীমিত।ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংক্ষিপ্ত নোটিশেই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। অল্প সময়ের মধ্যে নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব নয়। এর আগে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়।ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরকিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফেরার সময়সীমা বেধে দেওয়া হয়।এনবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ছাড়া উচিত। তিনি বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় এক সামরিক বাহিনীর মোকাবিলা করছি। পরিস্থিতি খুবই সংকটজনক এবং যে কোনো সময় চরম দিকে মোড় নিতে পারে।শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের শিগগির ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, লাটভিয়া এবং এস্তোনিয়া সরকার।

সূত্র : ডেইলি ইনকিলাব

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর