Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

এবার ‘ y ‘ ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হল ‘কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহাত্রি কে 

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images

সাহি আকতার, এনবিটিভি ডেস্ক: এবার ‘Y’  ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হল ‘কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহত্রি কে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এর পর এই কোনো সেলিব্রিটিকে দেওয়া হল এই ধরনের পরিষেবা। 

হিন্দু পন্ডিতদের নিয়ে বানানো ‘কাশ্মীর ফাইলস’  মুক্তির পর দেশ জুড়ে   চলেছে নানান তর্ক বিতর্ক। স্বয়ং প্রধানমন্ত্রী মুখে শোনা গেছে এই ছবি নিয়ে প্রশংসা আবার বিজেপি অধ্যুষিত কিছু কিছু রাজ্যে এই ছবিকে কর মুক্ত ঘোষনা করছে। কিন্তু সমাজের কিছু বিদ্ব্জনের মতে এই ছবিতে শুধু একপেশো কাহিনি দেখানো হয়েছে। কাশ্মীরে অবস্থিত মুসলিমদের করুন চিত্র দেখানো হয়নি। কাশ্মীরে প্রায় এক লক্ষ মুসলিমকে নৃশংসভেবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি। 

এই ছবির  একপেশো কাহিনীর মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালানো হয়েছে।  আর এতো তর্ক বিতর্কের মাঝে আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে  পরিচালককে দেওয়া হল ‘ y ‘ ক্যাটাগরির সিকিউরিটি। অনেকের মতে তিনি বিজেপি ঘেঁষা হওয়ায় তাকে দেওয়া হয়েছে এই নিরাপত্তা।

আপনার মতামত প্রদান করুন!

সর্বাধিক পঠিত খবর

সর্বশেষ খবর