ভুয়ো পরিচয় দিয়ে এবার সংসারে জালিয়াতির অভিযোগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

332158-collage

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। তবে এবার পরিচয় ভাঁড়িয়ে সংসারে জালিয়াতির অভিযোগ উঠেছে৷ যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে পুলিশের দাবি৷ অভিযুক্তের নাম শুভদীপ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: কালিম্পংয়ের ২৯ মাইলে নামল ধস, বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন

অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের বাড়ি হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত মে মাসে অভিযোগও জমা পড়েছে জগাছা থানায়। জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ হয়। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে ৩০ বছরের বর সহ তিনজন গ্রেফতার

প্রতারকের স্ত্রীর অভিযোগ, ‘‘নীলবাতির গাড়ি নিয়ে মাঝেমধ্যে বাড়ির সামনে আসতেন তাঁর স্বামী। বিদেশেও গিয়েছিলেন।’’ স্ত্রীর সন্দেহ হয়, যিনি নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেন তিনি এতো ছুটি পান কিভাবে ? স্ত্রীর দাবি, ‘‘উনি নিজেকে কখনও সিবিআই আধিকারিক, কখনও রেলের আধিকারিক, কখনও লালবাজারে পোস্টিং বলে বিভিন্ন পরিচয় দিতেন। আসলে উনি এসব কিছুই নন৷ ভুয়ো পরিচয় দিয়ে আমার সঙ্গে সংসার পেতে সংসারে জালিয়াতি করেছিল৷ তার বিচার চাই৷’’ স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলার পর গত মে মাসে হাওড়া জগাছা থানায় স্ত্রী অভিযোগ করেন। তবে, অভিযুক্ত এখনও গ্রেফতার হননি। পুলিশের দাবি, ‘‘তদন্ত চলছে৷’’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর