এনবিটিভি ডেস্ক, মালদা: আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের চক প্রতাপ পুর গ্রামের ঈদগাহ ও জানাযার নামাজ পড়ার জায়গায় কংক্রিট ঢালাইয়ের রাস্তার এর শুভ উদ্বোধন হয়ে গেল আজ।
এ রাস্তার শুভ উদ্বোধন করলেন কালিয়াচক ৫ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ইমাম সাহেবরা এবং ঈদগাহ কমিটির সম্পাদক জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন সাহেব জানান আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার। এবং আমরা এই আবেদন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে জানালে তিনি আমাদের এই কাজ করে দেওয়ার সুযোগ করে দেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস জানান যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি এই কাজ করতে পেরেছি। এতে করে ঈদগাহ কমিটি সকল সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গ্রামবাসীরা অত্যন্ত খুশি রয়েছে।