“ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি করে পঞ্চায়েতে একাধিকজনকে প্রার্থী করেছে তৃণমূল”: শুভেন্দু অধিকারী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। “ভুয়ো  জাতিগত শংসাপত্র তৈরি করে পঞ্চায়েতে একাধিকজনকে প্রার্থী করেছে তৃণমূল” মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “কমিশনের কাছে আরটিআই করে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য চেয়েছিলাম। তৃণমূলের যে প্রার্থী সংরক্ষিত আসলে লড়েছেন তাঁদের অধিকাংশের সার্টিফিকেটই নকল।”

তিনি আরো বলেন, “একশো জনের তালিকা আমার হাতে রয়েছে। আগামী ১৫ দিন ধরে ব্লকে ব্লকে ঘুরে তথ্য সংগ্রহ করবো আমরা। আগামী ১৫ দিন ধরে এই কাজ করার পর আগামী পনেরোই আগস্টের পর তালিকা প্রকাশ্যে আনবো।”

Latest articles

Related articles