
বৈশাখের দাবদাহে জ্বলছে পুরো রাজ্যবাসী। রোদের পারদ চড়তে চড়তে এখন প্রায় চল্লিশের ঘরে। এমত অবস্থায় পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল তুলে দিতে ‘রিলিফ স্টেশন’ তৃণমূলের।
এদিন মুর্শিদাবাদের রাণীনগর ১ ব্লকের ছাত্র যুব দলের নেতৃত্ব ও কর্মীরা ইসলামপুর বাস স্ট্যান্ডে একটি ক্যাম্পের আয়োজন করে। সেখানে ডোমকল, শেখপাড়া, সাগরপাড়া, বহরমপুর ইত্যাদি জায়গা থেকে আগত বাস, ট্রেকার ইত্যাদি যানবাহনের মানুষদের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দেয়। গরম থেকে পথ আরোহীদের একটু স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ছাতা, টুপি ইত্যাদিও বিতরণ করা হয় ইসলামপুর বাস স্ট্যান্ডের তৃণমূল ছাত্র যুব আয়োজিত ওই রিলিফ স্টেশন থেকে।
ওই উদ্যোগে খুশি পথ চলতি মানুষ থেকে সাধারণ জনগণ।