আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভেঙে গেলো টিএমসিপির ইউনিট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আন্দোলনে বাধা দেওয়ায় নিউটাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাস মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নানা পদ থেকে ইস্তফা দিলেন মোট ৫০জন ছাত্র-ছাত্রী। তাদের বক্তব্য, বাধা দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক মীর সিদ্দিক। এমনকী আলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া নানা দুর্নীতিকেও প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ। তবে তারা দলের সঙ্গেই আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন বলে জানিয়েছে।

এই ঘটনায় ভেঙে গেলো টিএমসিপির ইউনিট। সোমবার তারা পদত্যাগপত্রটি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে পাঠিয়ে দিয়েছেন। তা গৃহীত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা হবে।

Latest articles

Related articles