কান্দিতে তৃণমূলের সংবর্ধনা ও যোগদান সভা

জৈদুল সেখ, কান্দি: রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় কান্দি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কান্দির জেমো বণিক পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা ও যোগদান সভার আয়োজন করা হয়েছিল । এদিনের সংবর্ধনা সভার শেষে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩৫০ জন কর্মী তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার, কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ ত্রিবেদী, কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশিষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার সহকারি পৌরপ্রশাসক দেবল দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কর্মীদের তৃণমূলে যোগদান করানোর পর বিধায়ক অপূর্ব সরকার জানান, প্রত্যেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

Latest articles

Related articles